ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাবিতে মানববন্ধন

নরসিংদীতে সাধুর আশ্রমে হামলায় জড়িতদের বিচার দাবি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

প্রকাশিত: ০০:১৮, ১০ মে ২০২৩

নরসিংদীতে সাধুর আশ্রমে হামলায় জড়িতদের বিচার দাবি

নরসিংদীর আশ্রমে হামলা, বাদ্যযন্ত্র ভাংচুর ও সাধু শিল্পীদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করে উন্মুক্ত লাইব্রেরি

নরসিংদীর বেলাবো উপজেলায় পুলকিত আশ্রমে হামলা, বাদ্যযন্ত্র ভাঙচুর ও সাধু শিল্পীদের ওপর নির্যাতনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শিল্প-সংস্কৃতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। গত রবিবার বিকেলে বেলাবো উপজেলার বাবলা স্টিল ব্রিজের পাশে পুলকিত আশ্রমে সাধুসঙ্গ ও গান-বাজনা চলার সময় এ হামলা ও ভাঙচুর করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় ‘উন্মুক্ত লাইব্রেরি’ এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাবির কয়েকটি সামাজিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাতে সংহতি জানান। হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। যারা হামলা চালিয়েছে তারা মূলত বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির ওপর হামলা চালিয়েছে বলে মন্তব্য করেন ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান।

×