
কমিউটার ট্রেন লাইনচ্যুত।
কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ায় লালমনিরহাটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) মহেন্দ্রনগর এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট রেলওয়ের স্টেশন মাস্টার নুরুন্নবী।
এর আগে একই দিন দুপুরে ওই এলাকায় লেভেল ক্রসিং গেটে এ ঘটনা ঘটে। এ সময় কোনো যাত্রী আহত না হলেও রেললাইন ও ট্রেনের দরজা ভেঙে যায়।
স্টেশন মাস্টার নুরুন্নবী জানান, বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে রংপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেনের শেষ বগি লাইনচ্যুত হয়েছে। বগিটি উদ্ধারের জন্য পার্বতীপুর লোকোসেড থেকে রিলিফ ট্রেন (উদ্ধারকারী গাড়ি) এনে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। খুবই শিগগিরই রেল চলাচল স্বাভাবিক হবে।
এমএম