ঢাকা, বাংলাদেশ   রোববার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ত্রিপুরাদের বৈসু উপলক্ষে মর্মসিংহ বলী খেলা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি

প্রকাশিত: ০১:০৮, ১৯ এপ্রিল ২০২৩

ত্রিপুরাদের বৈসু উপলক্ষে মর্মসিংহ বলী খেলা

ত্রিপুরাদের বৈসু উপলক্ষে মর্মসিংহ বলী খেলা 

জেলা সদরের ঠাকুরছড়া এলাকায় প্রথম বারের মতো আয়োজন করা হয় মর্মসিংহ ত্রিপুরা বলী খেলার।  বৈসু-সাংগ্রাইং-বিজু (বৈসাবি) ও বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গলবার এলাকাবাসী এ বলী খেলার আয়োজন করে। এ সময় খেলায় অংশ নেন খাগড়াছড়ি জেলার ১৫ জন বলী। বিভিন্ন জায়গা থেকে আগত কয়েক হাজার দর্শক এই খেলা উপভোগ করেন। খেলায় হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মুখরিত ছিল পুরো মাঠ।
খেলায় বিজয়ী হন খাগড়াছড়ি সদর উপজেলার দক্ষিণ খবং পড়িয়ার সৃজন চাকমা। দ্বিতীয় হন ঠাকুরছড়ার লিমন ত্রিপুরা এবং তৃতীয় দক্ষিণ খবং পড়িয়ার তপন চাকমা। এর আগে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাক্সফোস চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্বোধন করেন। বৈসু ও বিসিকাতাল উদ্যাপন কমিটির আহ্বায়ক, খগেন্দ্র ত্রিপুরা ও আয়োজক কমিটির অন্যতম সদস্য মর্মসিংহ ত্রিপুরা বলী জানান, মর্মসিং বলী খেলা এবারই প্রথমবারের মতো আয়োজন। স্পন্সর পেলে সামনের বছর থেকে বৈসু উপলক্ষে প্রতি বছর এই বলী খেলার ধারা বজায় রাখার চেষ্টা করা হবে।

×