ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

 হামলার প্রতিবাদে চবি শিক্ষক-ছাত্রদের প্রতিবাদ

​​​​​​​চবি সংবাদদাতা

প্রকাশিত: ২০:৫৬, ১৯ মার্চ ২০২৩

 হামলার প্রতিবাদে চবি  শিক্ষক-ছাত্রদের  প্রতিবাদ

শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন

টেকনাফে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রবিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে শতাধিক শিক্ষকের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক . মুস্তাফিজুর রহমান সিদ্দিকী বলেন, আমরা ভেবেছিলাম দ্রুত বিচার দেখতে পাব কিন্তু প্রশাসন আমাদের হতাশ করেছে। এটা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওপর হামলা নয়, পুরো বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ওপর হামলা। এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই, এই অপরাধের সঙ্গে জড়িত সকলকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তা না হলে আমরা কঠিন আন্দোলনের ডাক দিতে বাধ্য হব। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হকের সঞ্চলনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আদনান মান্নান, সদস্য রাকীবা নবী, ফরিদুল আলম, এনায়েতুল্লাহ পাটোয়ারি, মাসুদ আল আযাদ, এবং আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক আবু নোমানসহ শতাধিক শিক্ষক।

×