
শিল্পীরা বরণ করে নেন অতিথিদের
গারো সম্প্রদায়ের কয়েকশ’ নারী-পুরুষের অংশগ্রহণে নৃত্য-গীতসহ নানান আচারের মধ্য দিয়ে ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির দুদিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি। উদ্বোধন করেন স্থানীয় এমপি মানু মজুমদার।
একাডেমি মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে এবং মালা মার্ত্থা আরেংয়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজং।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, দুর্গাপুর পৌরসভার মেয়র মাওলানা আব্দুস সালাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, অধ্যক্ষ রুমন রাংসা, আদিবাসী নেতা রেভাঃ মনিন্দ্র নাথ মারাক, স্বপন হাজং, গীলবার্ট চিচাম, মতেন্দ্র মানখিন, বথুয়েল চিসিম প্রমুখ।
এর আগে গারো সম্প্রদায়ের শিল্পীরা তাদের ঐতিহ্য ও কৃষ্টি তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। তাদের সঙ্গে যোগ দেন বিশিষ্ট পপ তারকা মেহরীন মাহমুদও।
প্রতি বছরের নবান্নের পর গারোরা এ ঐতিহ্যবাহী উৎসবের আয়োজন করে থাকেন। আগে এ আয়োজন হতো তাদের সামাজিক উদ্যোগে। তবে সাম্প্রতিককালে তা আয়োজন করে বিরিশিরি ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি।
এসআর