ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ভোলায় ঘূর্ণিঝড় সিত্রায়ের আঘাতে  ৪ জনের মৃত্যু 

নিজস্ব সংবাদদাতা,ভোলা

প্রকাশিত: ১১:৫৫, ২৫ অক্টোবর ২০২২

ভোলায় ঘূর্ণিঝড় সিত্রায়ের আঘাতে  ৪ জনের মৃত্যু 

ঘূর্ণিঝড় সিত্রাং

ঘূর্ণিঝড় সি-ত্রায়ের আঘাতে উপকূলীয় দ্বীপ জেলা ভোলার বিভিন্ন জনপদ লন্ড ভন্ড হয়েছে।

সোমবার রাত থেকে ভোর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝড় বাতাসে জেলার ৭ উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় দুই শতাধিক ঘরবাড়ি দোকানপাট গাছপালা বিধ্বস্ত হয়েছে। এ সময় গাছ চাপাসহ আঘাত পেয়ে ও পানিতে ডুবে ভোলা সদর উপজেলা, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশন উপজেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। 

এদের মধ্যে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের মেইকার বাড়িতে ঘর চাপায় মফিজল ইসলাম (৬০) , দৌলতখান উপজেলায় বিবি খাদিজা (২০), লালমোহন উপজেলার লড হাডিঞ্জ ইউনিয়নে ফাতেমা বাদ গ্রামে পানিতে ডুবে রাবেয়া (৩০) ও চরফ্যাশন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নে মটরসাইকেলে যাওয়ার সময় গাছের ঢালার সাথে আঘাত পেয়ে মনির ( ৩০) সহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে।

এর আগে জোয়ারের অস্বাভাবিক পানিতে তলিয়ে যায় ঘরবাড়ি, দোকানপাট, ফসলি জমি এবং মাছের ঘের। বিদ্যুৎ বিছিন্নসহ দুর্বল হয়ে পড়েছে মোবাইল নেটওয়ার্ক। 

ভোলা-চরফ্যাশন ও ভোলা-দৌলতখান আঞ্চলিক সড়কে বড় বড় গাছ ভেঙে পড়েছে। যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। 

এদিকে ভোলা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান তাদের হিসেবে ভোলার দৌলতখান ও সদর উপজেলার পরে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আশ্রয় কেন্দ্র থেকে মানুষ ঘর বাড়িতে ফিরতে শুরু করেছে। 

টিএস

সম্পর্কিত বিষয়:

×