
নিষিদ্ধ পলিথিন বিরোধী মোবাইল কোর্ট।
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা বাজারে নিষিদ্ধ পলিথিন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (অক্টোবর) দুপুরে পরিচালিত এ অভিযানে ১১টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা হয়েছে ১.২ মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন।
অবৈধ পলিথিন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন পরিবশে অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমানসহ সকল কর্মকর্তা কর্মচারী, র্যাব ৯ এর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
এসআর