ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বগুড়ায় সাড়ে ৮ শ’ গৃহহীন পরিবার জমিসহ বাড়ি পাচ্ছেন

প্রকাশিত: ১৩:৩৯, ১৮ জুন ২০২১

বগুড়ায় সাড়ে ৮ শ’ গৃহহীন পরিবার জমিসহ বাড়ি পাচ্ছেন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস॥ মুজিব বর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে বগুড়ায় সাড়ে ৮শ ভূমিহীন পরিবার জমিসহ বাড়ি পাচ্ছেন। এর আগে প্রথম পর্যায়েও বগুড়ায় গৃহহীনদের ঘর নির্মাণ করে দেয়া হয়েছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার গৃহহীনদের বাড়ি প্রদান কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে ভূমিহীন পরিবার গুলো তাদের কাঙ্খিত স্বপ্নের বাড়ি পাবেন। উপজেলা পর্যায়ে আনুষ্ঠানিক ভাবে ভূমিহীনদের হাতে বাড়ি হস্তান্তর করা হবে। ভূমিহীন গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী কৃর্তক বাড়ি প্রদান উপলক্ষে শুক্রবার বগুড়া জেলা প্রশাসকের সভা কক্ষে এক প্রেস ব্রিফিংএর আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। এসয় অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ, উজ্জল কুমার ঘোষ, আরডিসি ফেরদৌস আরা,এনডিসি জিএম রাশেদুল ইসলাম,সহকারী কমিশনার আশরাফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে ভূমিহীন গৃহহীনদের বাড়ি নির্মাণ করে দেয়ার কার্যক্রমে এবার দ্বিতীয় দফায় বগুড়ার ১২টি উপজেলায় মোট ৮৫৭ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট ৮৫৭ বাড়ি হস্তান্তর করা হবে। প্রথম দফায় ইতোপুর্বে ১৪৫২টি পরিবারকে বাড়ি হস্তান্তর করা হয়েছিলো। এবার জেলার ১২টি উপজেলার মধ্যে বগুড়া সদরে ২২৩জন, ধুনট উপজেলায় ১২০ জন, আদমদিঘী উপজেলায় ২৫ জন,দুপচাঁচিয়ায় ১৫০,গাবতলিতে ২৫,কাহালুতে ৩০, নন্দীগ্রামে ৮০, সারিয়াকান্দীতে ৫১, শাজাহানপুরে ১৩, শেরপুরে ১৭, শিবগঞ্জে ৭৩ ও সোনাতলা উপজেলায় ৫০ জনকে জমিসহ বাড়ি হস্তান্তর করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, এসব বাড়ি নির্মাণের ক্ষেত্রে যাতে কোন অনিয়ম না হয় সে দিকে কড়া নজরদারী রাখা হয়েছিলো এবং চলমান এই কার্যক্রমে তা অব্যাহত থাকবে।
×