ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথ করোনার ঝুঁকি নিয়েই ঈদে ঘরে ফিরছে

প্রকাশিত: ১৬:৪৫, ৩১ জুলাই ২০২০

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথ করোনার ঝুঁকি নিয়েই ঈদে ঘরে ফিরছে

নিজস্ব সৃবাদদাতা, মাদারীপুর ॥ শুক্রবার সকাল থেকেই কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথ হয়ে করোনার ঝুঁকি মাথায় নিয়েই ঈদে ঘরে ফিরছে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ। ফেরি, লঞ্চ, স্পিডবোটে উত্তাল পদ্মা নদী পার হয়ে যাত্রীরা নামছে কাঁঠালবাড়ি ঘাটে। ফেরি, লঞ্চ, স্পিডবোটে ঘরমুখী মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। কাঁঠালবাড়ি ঘাটে রয়েছে মানুষের উপচেপড়া ভীড়। মটরসাইকেলে যারা ঘরে ফিরছে, তারও স্বাস্থ্য সচেতন নয়। ঘাটে যাত্রীরা যাতে কোন ধরণের হয়রানি না হয় সে জন্য দুইশত পুলিশ সদস্য ২৪ ঘন্টা ঘাটে দায়িত্ব পালন করছে। বিআইডাব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা গেছে, ভরা বর্ষায় উত্তাল পদ্মায় তীব্র সে্রোতের কারণে রাতে ফেরি, লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ থাকায় প্রায় এক ম্স ধরে এই নৌপথে নৌযান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দিনে সীমিত সংখ্যক ফেরি চলাচল করছে। সরকারি ছুটি শুরু হওয়ায় শুক্রবার ভোর থেকে ঈদে দক্ষিনাঞ্চলের ঘরমুখো মানুষের চাপ কাঁঠালবাড়ি ঘাটে বাড়তে শুরু করে। মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে ছেড়ে আসা ফেরিগুলোতে জরুরী এ্যামবুলেন্স, ব্যাক্তিগত গাড়ির পাশাপাশি যাত্রীদের চাপও দেখা গেছে। তবে কাঁঠালবাড়ি থেকে ছেড়ে যাওয়া ফেরিগুলোতে যানবাহন বা যাত্রীদের চাপ না থাকায় ফেরিগুলো কম যানবাহন নিয়েই পদ্মা পার হচ্ছে। অন্যদিকে লঞ্চ ও স্পিডবোটে বেশিরভাগ মানুষ স্বাস্থ্য বিধি না মেনেই পারাপার হচ্ছে। ঘাটে যাত্রীরা যাতে কোন ধরণের হয়রানি না হয় সে জন্য দুইশত পুলিশ সদস্য ২৪ ঘন্টা ঘাটে দায়িত্ব পালন করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাঁঠালবাড়ি ঘাটে পুলিশের পাশাপাশি ভ্রাম্যমান আদালতের টিম রয়েছে। কাঁঠালবাড়ি ঘাটে দায়িত্ব পালন করা মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবির হোসেন বলেন, ‘শুক্রবার সকাল থেকেই ঢাকা থেকে ঈদে ঘরে ফেরা মানুষের চাপ রয়েছে কাঁঠালবাড়ি ঘাটে। যাত্রীরা ফেরি, লঞ্চ ও স্পিডবোর্ডে পদ্মা নদী পার হয়ে কাঁঠালবাড়ি ঘাটে এসে নামছে। ঘাটে যাত্রীরা যাতে কোন ধরণের হয়রানি না হয় সে জন্য দুইশত পুলিশ সদস্য ২৪ ঘন্টা ঘাটে দায়িত্ব পালন করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘাটে পুলিশের পাশাপাশি ভ্রাম্যমান আদালতের টিম রয়েছে।’
×