ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রাহায়ণ ১৪৩১

শেরপুরে শিশু ধর্ষণ মামলায় ধর্ষক গ্রেফতার

প্রকাশিত: ০৯:৫৮, ২৭ অক্টোবর ২০১৯

শেরপুরে শিশু ধর্ষণ মামলায় ধর্ষক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের নালিতাবাড়ীতে তৃতীয় শ্রেণির এক ছাত্রী (৮) ধর্ষণের মামলায় প্রধান আসামি ধর্ষক আজিজুল ইসলাম (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজিজুল নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের আলম মিয়ার ছেলে। এর মধ্য দিয়ে মামলার ১২ ঘন্টার মধ্যে সকল আসামিকে গ্রেফতার হলো সকল আসামি। রবিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়। মামলার অপর আসামিরা হচ্ছে ধর্ষক আজিজুলের বাবা আলম মিয়া (৪০), মা আছমা বেগম (৩০), মামা দুলাল মিয়া (৪০) ও চাচা নুরুল হক (৪০)। উল্লেখ্য, গত বৃহস্পতিবার নালিতাবাড়ী উপজেলার বারোমারী মিশনে তীর্থ উৎসব দেখে শিশুটি আন্ধারুপাড়া এলাকায় তার মামার বাড়িতে রাত্রিযাপন শেষে পরদিন শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তাকে একা পেয়ে ফাঁকা মাঠের পাশে ধান ক্ষেতে নিয়ে একই গ্রামের পাশর্^বর্তী বাড়ির আলম মিয়ার ছেলে আজিজুল হক জোরপূর্বক ধর্ষণ করে। ওই ঘটনায় শনিবার ধর্ষিতা শিশুর বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় আজিজুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে একইদিন সকালে প্রথমে সহযোগী ৪ আসামিকে গ্রেফতার করে।
×