
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জর তাড়াশে আজ বুধবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া এলাকায় ৯ নম্বর ব্রীজের নিচে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় যুবকের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মহাসড়কের ৯নং ব্রীজের নিচে ভাসমান বস্তাবন্দী যুবকের মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, তার মাথার পেছনের দিকে ও ঘারে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ৪/৫ দিন পূর্বে ওই যুবককে হত্যার পর মরদেহ বস্তাবন্দী করে ব্রীজের নিচে নদীতে ফেলে রাখা হয়েছে।