ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

তাড়াশে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত: ২৩:৩৪, ১৭ নভেম্বর ২০১৯

তাড়াশে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ রবিবার সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগা ইউনিয়নের খোলাবাড়ি গ্রাম থেকে ইয়াসিন আলী (৭০) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইয়াসিন পার্শবর্তী উল্লাপাড়া উপজেলার আলিয়ারপুর গ্রামের মৃত আজগর আলীর পুত্র। নিহতের মাথায় কোপের চিহ্নও রয়েছে। পুলিশের ধারনা পুর্বশত্রুতার জেরে খুন করে লাশ খোলাবাড়িয়ায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম জানান, সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
×