
শৈত্যপ্রবাহ
ঢাকাসহ সারাদেশ গত কয়েক দিন ধরেই শীতের দাপটে কাঁপছে। কুয়াশায় ঢেকে থাকছে জনপদ। অনেক জেলায়ই সূর্যের দেখা নেই। কোথাও কোথাও এমন অবস্থা চলছে সপ্তাহকাল।
সঙ্গে ঘন কুয়াশা ও হিমেল বাতাস শীতের মাত্রাকে আরও বাড়িয়ে তুলেছে। সাধারণ মানুষের জীবন স্থবির হয়ে পড়েছে। ভোগান্তি বেশি ছিন্নমূল ও কর্মজীবীদের। কাজে যেতে না পেরে বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ার কারণে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীত অনুভূত হতে পারে। ঢাকা, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের কয়েক জেলায় শৈত্যপ্রবাহ চলছে। এ অবস্থা আরও দু’দিন থাকতে পারে।
এদিকে, ঘন কুয়াশার কারণে সড়ক, নৌপথে আজও যান চলাচল বিঘ্নিত হচ্ছে। দিনের বেলায়ও সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।
এমএস