
মালদ্বীপে সাফল্য পাওয়া বাংলাদেশ বাস্কেটবল দল।
হারিয়ে যেতে বসা বাস্কেটবল থেকে অবশেষে সাফল্য পেয়েছে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ-১৬ দক্ষিণ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। সেখানে বাংলাদেশের বালক ও বালিকা দু’টি দলই এতে অংশগ্রহণ করেছে। এতে বাংলাদেশ বালক দল ব্রোঞ্জপদক জয় করেছে। দক্ষিণ এশিয়ার বাস্কেটবলের বয়স ভিত্তিক এই টুর্নামেন্টে মাত্র চারটি দেশ অংশগ্রহণ করছে। স্বাগতিক মালদ্বীপ, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা।
বাংলাদেশ বালক ও বালিকা দু’দলই রবিবার (১৫ জুন) ব্রোঞ্জের জন্য মালদ্বীপের বিরুদ্ধে লড়েছিল। বালিকা দল হেরে গেলেও বালক দল স্বাগতিকদের হারিয়ে পদক জিতেছে। বালক দল ৭৫-৪২ পয়েন্টে মালদ্বীপকে পরাজিত করে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৪ পয়েন্ট এনে দেন সান মুরং। তার পর দ্বিতীয় সর্বোচ্চ ১৬ পয়েন্ট আফ্রিদির। বাংলাদেশ দল মালদ্বীপকে গ্রুপ পর্বের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচেও হারিয়েছিল।
সত্তর-আশির দশকে দেশের অন্যতম জনপ্রিয় খেলা ছিল বাস্কেটবল। সময়ের বিবর্তনে খেলাটি এখন অস্তিত্বের সংকটে। ফেডারেশনের নেই কার্যালয়, খেলার নেই কোর্ট। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অংশগ্রহণই এখন কষ্টসাধ্য। এরপরও বাস্কেটবলের দক্ষিণ এশিয়ার একটি ব্রোঞ্জ খানিকটা আশা জাগিয়েছে।
জাহিদ জয়/রিফাত