ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

সাগরিকার ৫ ও দলের ১০ গোলে শীর্ষে উঠল এআরবিসি

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৫০, ২৪ মে ২০২৪

সাগরিকার ৫ ও দলের ১০ গোলে শীর্ষে উঠল এআরবিসি

কমলাপুরে নারী ফুটবল লিগে এআরবিসি ও উত্তরা ফুটবল ক্লাবের মধ্যাকার ম্যাচের একটি দৃশ্য

নারী ফুটবল লিগে বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে বড় জয় কুড়িয়ে নিয়েছে শিরোপার অন্যতম দাবিদার আতাউর রহমান ভুঁইয়া কলেজ (এআরবিসি) স্পোর্টিং ক্লাব। ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মো. মুস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে তারা ১০-০ গোলে শোচনীয়ভাবে হারিয়েছে উত্তরা ফুটবল ক্লাবকে। বিজয়ী দল ম্যাচের প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল।

বিজয়ী দলের ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা হ্যাটট্রিকসহ একাই করেন ৫ গোল (৩, ৮, ১৪, ৮২ ও ৯০ মিনিটে)। মুনকি আক্তার করেন জোড়া গোল (৪৫+২ ও ৭৯ মিনিটে)। ১টি করে গোল করেন আফেঈদা খন্দকার (৬২ মিনিটে), হালিমা আক্তার (৮৩ মিনিটে) ও তহুরা খাতুন (৭১ মিনিটে)। চলতি লিগে সাগরিকার গোলসংখ্যা এখন ১৫।

তিনিই এখন লিগের টপ স্কোরার। এআরবিসি বৃহস্পতিবার জেতার পাশাপাশি চলতি লিগে এই প্রথম পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠেছে। ৮ ম্যাচে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নাসরিন স্পোর্টস একাডেমি।

×