
জাকের আলী
প্রোফাইল বলছে দেশের জার্সিতে ৩টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছেন জাকের আলী অনিক। তবে সেগুলো ছিল গত বছর এশিয়ান গেমসে। ওয়ানডে বিশ্বকাপের কারণে যেখানে মূল দল খেলায়নি বাংলাদেশ। সেই অর্থে এবার ‘দ্বিতীয়’ অভিষেক হলো বিপিএল মাতিয়ে আলোচনায় উঠে আসা ২৬ বছর বয়সী এ উইকেটরক্ষক-ব্যাটারের। শ্রীলঙ্কা সিরিজেও প্রথমে দলে ছিলেন না, কপাল খুলেছে স্পিনার আলিস আল ইসলামের ইনজুরিতে। আর চিরচেনা সিলেট স্টেডিয়ামে সোমবার সিরিজের টি২০তেই একাদশে জায়গা পেয়েছেন সিলেটের ছেলে অনিক।
গত বছর অক্টোবরে চিনের হ্যাংঝুতে এশিয়ান গেমসের তিন ম্যাচে মালয়েশিয়া, ভারত ও পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে ১৪, ২৪ ও ০ রানে অপরাজিত ছিলেন অনিক। তবে মাতিয়ে দিয়েছেন সদ্য সমাপ্ত বিপিএলে। আসরের মধ্যপথে শ্রীলঙ্কা সিরিজের জন্য ঘোষিত দলে প্রিয় শিষ্যকে না দেখে নির্বাচকদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দীন!
১৪ ম্যাচের ১০ ইনিংসে ব্যাট করে জাকের নট আউট ছিলেন ৭ ইনিংসে, টি২০তে অবিশ্বাস্য ৯৯.৫ গড় ও প্রায় ১৪২ স্ট্রাইকরেটে রান করেছেন। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলা এই অনিককে যারা আগে দেখেছেন, তাদের কাছে সংখ্যাগুলো চোখ কপালে তোলার মতো। তার চেয়েও বেশি অবাক করে তার ব্যাটিং ধরন। হয়ে উঠেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের ‘ক্রাইসিস ম্যান’। মাঝের ওভারে দলের বিপদে জুটি গড়েছেন কয়েকবার।
আবার দরকারের সময় ইনিংসের মধ্যেই বদলে ফেলছেন স্টান্স। আগে ব্যাটিং, কিংবা রান চেজÑ চাপের মুখেও বারবার ফিনিশিংয়ে উতরে গেছেন। ৬৬ ক্লাব টি২০তে ১২১ স্ট্রাইক রেটে অনিকের রান ৮২৪। গড় প্রায় ২৮। ফিফটি ৩টি। ৪৮টি লিস্ট-এ ম্যাচে ৩ সেঞ্চুরিতে রান ২৬৯০।