ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

বিশ্বকাপের ক্যাপ্টেন্স মিটে ঘুমিয়ে পড়লেন অধিনায়ক

প্রকাশিত: ১৮:৫৬, ৪ অক্টোবর ২০২৩; আপডেট: ১৯:০৯, ৪ অক্টোবর ২০২৩

বিশ্বকাপের ক্যাপ্টেন্স মিটে ঘুমিয়ে পড়লেন অধিনায়ক

ঘুমিয়ে ঘুমিয়ে উপস্থাপকের প্রশ্নের উত্তরও দেন তিনি।

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল বৃহস্পতিবার। বিশ্বকাপ শুরুর আগে আজ আইসিসির আয়োজনে আহমেদাবাদে হয়ে গেল ক্যাপ্টেন্স মিট। আর এই ক্যাপ্টেন্স মিটে এসে অনুষ্ঠান চলাকালীন ঘুমিয়ে পড়ে নজর কারলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

এদিকে, ঘুমিয়ে পড়লেও উপস্থাপক রবি শাস্ত্রীর করা প্রশ্নের উত্তর ঠিকঠাক মতোই দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক। তবে মাঝের সময় চোখ বন্ধ অবস্থায় দেখা গেছে বাভুমাকে। 

বাভুমার এই ঘুমিয়ে পড়ায় বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়েছে নেটিজেনদের ভেতর। কেউ কেউ তো ভাবুমার ঘুমিয়ে পড়ার সেই ছবি পোস্ট করে ক্যাপশনে বলেন যে বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর বাভুমা।

অপরদিকে, ক্যাপ্টেন্স মিটে বাংলাদেশে দলের সাকিব আল হাসানকে পাকিস্তানের অধিনায়ক বলে প্রচার করেছিল আইসিসি।

১০ দলের অধিনায়কের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ক্যাপ্টেন্স মিট। সব অধিনায়ককে একই ফ্রেমে এনে করা হয় ফটোশ্যুট। 

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×