ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন তামিম

প্রকাশিত: ১৮:১২, ৭ জুলাই ২০২৩; আপডেট: ১৮:৩২, ৭ জুলাই ২০২৩

অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন তামিম

প্রধানমন্ত্রীর সঙ্গে তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আবারও জাতীয় দলের জার্সিতে ফেরার কথা জানালেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। 

শুক্রবার (৭ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। তবে এই সিরিজেই নয়। আপাতত দেড় মাসে বিশ্রামে থাকবেন দেশসেরা ওপেনার। তামিম দলে ফিরবেন এশিয়া কাপ দিয়ে। খেলবেন ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপেও।

এর আগে সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় আসেন তামিম। তারপরই দুপুরের দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যান তামিম ইকবাল। 

গতকাল চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। তার এমন অস্বাভাবিক বিদায়ের সিদ্ধান্তের কোনো সুনির্দিষ্ট কারণও তিনি জানাননি। এরপর সেটির নিদিষ্ট তথ্য জানাতে পারেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। 

এমএম

সম্পর্কিত বিষয়:

×