ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

উত্তেজিত হয়ে মাঠে নামলেন কেন সাকিব?

প্রকাশিত: ১৮:৫৪, ১০ জানুয়ারি ২০২৩

উত্তেজিত হয়ে মাঠে নামলেন কেন সাকিব?

তর্কে লিপ্ত সাকিব। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে এবারও উত্তেজনার পারদ ছড়িয়েছে। ঘটনার ইস্যু হয়েছেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রংপুরের দেওয়া ১৫৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামে বরিশাল। প্রথম বল মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে যায় শোরগোল। ম্যাচে বল মাথার উপর দিয়ে যাওয়ায় আম্পায়ার বাউন্সের সংকেত দেন; কিন্তু ওয়াইডের সংকেত না দেয়ায় আম্পায়ারের দিকে তেড়ে যান সাকিব। 

নিয়ম অনুযায়ী, সাকিবের মাঠে ঢোকার কথা নয়, তারপরও নিয়ম ভেঙে মাঠে ঢুকেছেন। আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়েছেন। সেটি চলতে থাকে প্রায় পাঁচ মিনিট। এরপর সাকিব মাঠ ছাড়লে বাঁহাতি চতুরঙ্গাকে বাঁহাতি রকিবুলকে দিয়েই বোলিং করানো হয়। আর সেই ওভারে রকিবুলের বলেই আউট হন চতুরঙ্গা।

বরিশাল ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন বলেন, নিয়ম অনুযায়ী, কোন বোলার বল করবেন তা ঠিক হওয়ার পর ব্যাটসম্যানরা কে স্ট্রাইক নেবেন তা ঠিক হয়। এক্ষেত্রে শেখ মেহেদীকে বল করতে আসতে দেখে চতুরঙ্গ ডি সিলভার বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইকে চাচ্ছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না, এ নিয়ে কথা বলতে মাঠে প্রবেশ করেন সাকিব।

বিতর্ক এখানেই থেমে থাকেনি। ১৫ রানে ব্যাট করতে থাকা ওপেনার এনামুল বিজয়কে আম্পায়ার এলবি দিলে রিভিউ নেন তিনি। রিভিউতেও সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি। ফলে মাঠেই হতাশা প্রকাশ করতে দেখা যায়। 

মাঠের বাইরে পৌঁছেই ব্যাট উঁচিয়ে সজোরে আঘাত করে সেই হতাশার বহিঃপ্রকাশ ঘটান তিনি।

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×