ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

সৌদি আরবের ক্লাবে ২২০০ কোটি টাকায় রোনালদো

প্রকাশিত: ২২:২৮, ৫ ডিসেম্বর ২০২২; আপডেট: ২২:২৯, ৫ ডিসেম্বর ২০২২

সৌদি আরবের ক্লাবে ২২০০ কোটি টাকায় রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো

নতুন বছরে নতুন ক্লাবে দেখা যাবে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে। শিগগিরই সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন এই তারকা ফুটবলার। 

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে সৌদি আরবের ফুটবল ক্লাব আল-নাসরের হয়ে খেলবেন তিনি। রোনালদোর চুক্তির বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম মার্কা। 

গত সপ্তাহে আড়াই বছর মেয়াদে সৌদি ক্লাবটির সঙ্গে চুক্তি সম্পন্ন করেন সিআরসেভেন। কিছুদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সব সম্পর্ক বিচ্ছিন্ন করেন রোনালদো। পরে বিশ্বকাপ অভিযান শুরু করেন তিনি। 

মার্কা জানায়, সৌদি আরবের ফুটবল ক্লাব আল-নাসরে প্রতি মৌসুমে ২০০ মিলিয়ন ইউরো পাবেন রোনালদো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা। এমনটা হলে ৩৭ বছর বয়সেও রোনালদো হবেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলার।

আল নাসেরে রোনালদোর কোচ হিসেবে থাকবেন রুদি গার্সিয়া।  চলতি বছরই ক্লাবটির দায়িত্ব নিয়েছেন সাবেক এই ফরাসি মিডফিল্ডার। তাছাড়া রোনালদো সতীর্থ হিসেবে পাবেন স্প্যানিশ সেন্টার-ব্যাক আলভারো গনসালেসকে।

এসআর

×