ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

বেলজিয়াম-তিউনিসিয়া ম্যাচে গোলের পর গোল

প্রকাশিত: ০২:২৫, ২৩ জুন ২০১৮

বেলজিয়াম-তিউনিসিয়া ম্যাচে গোলের পর গোল

অনলাইন রিপোর্টার ॥ ছয় মিনিটে পেনাল্টি থেকে ইডেন হ্যাজার্ডের গোল। এরপর ১৬ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন রোমেলো লুকাকু। তারপর দুই মিনিট যেতে না যেতেই একটি গোল পরিশোধ করে দিয়েছেন তিউনিসিয়ার ফরোয়ার্ড ব্রন। আক্রমণ পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে ওঠা ম্যাচটিতে ৩-১ গোলে এগিয়ে বিরতিতে যায় দুই দল। এগিয়ে রয়েছে বেলজিয়াম। বেলজিয়াম একাদশ : থিবাউ কুরতোয়া, টোবি আল্ডারভাইরেল্ড, দ্রেদ্রিক বয়োতা, ইয়ান ভেট্রোনঘেন, থমাস মুনিয়ের, আক্সেল ভিটসেল, কেভিন দে ব্রুইনি, ইয়ান্নিক কারাসকো, ড্রেইস মার্টেন্স, ইডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু। তিউনিসিয়া একাদশ : ফারুক বেন মুস্তাফা, (গোলরক্ষক), ইয়াসিনে মেরিয়াহ, সিয়াম বেন ইউসেফ, আলি মালুল, দাইলান ব্রন, ফেরজানি সাসি, ইলিয়াস সিকিরি, আনিস বাদ্রি, ফাখরেদ্দিন বেন ইউসেফ, সাইফেদ্দিন খায়োয়ি, ওয়াহবি খাজরি।
×