ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

স্বর্ণপদকে চোখ রেখে হাংজুতে জ্যোতিরা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:২৫, ১৯ সেপ্টেম্বর ২০২৩

স্বর্ণপদকে চোখ রেখে হাংজুতে জ্যোতিরা

নিগার সুলতানা জ্যোতি

২০১০ সালে গুয়াংজু থেকে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়া আসরে যোগ হয়েছে ক্রিকেট। স্বর্ণ জিতে প্রথম আসরই রাঙিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল, রৌপ্য জিতেছিল নারীরা। এরপর তিন আসরের মধ্যে ২০১৮ সালে ক্রিকেট ছিল না। তার আগে ২০১৪ সালে ক্যারিয়ার ইনচনে অনুষ্ঠিত আসরে মেয়েরা রৌপ্য ধরে রাখলেও পুরুষ দল স্বর্ণ হারিয়ে ঘরে ফিরেছিল ব্রোঞ্জ নিয়ে। এক আসর বাদে এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ায় আবার পদকের আশা বাংলাদেশের। পরপর দুই আসরে রৌপ্য। নারী ক্রিকেট দল স্বর্ণের প্রত্যাশা করতেই পারে। সেই আশা নিয়েই নারী ক্রিকেটরা এখন চীনে। সোমবার দুপুরে গেমসের শহর হাংজুতে পৌঁছেছে নিগার সুলতানা জ্যোতিরা।

নারী ক্রিকেটে বাংলাদেশ খেলবে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে। বাংলাদেশের ম্যাচ ২২ সেপ্টেম্বর। প্রতিপক্ষ কারা জানা যাবে ১৯ ও ২০ সেপ্টেম্বর কোয়ালিফায়ার পর্ব শেষে। দেশ ছাড়ার আগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘একটা গোল্ড মেডেলের আনন্দটা অন্য রকম। আমাদের ইচ্ছা, আমরা যেন একটা গোল্ড নিয়ে ফিরতে পারি। এটার প্রত্যাশা সবারই।’

×