ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

খোলা আকাশের নিচে ড্রাইভ-ইন মুভি শো উত্তেজনাপূর্ণ : সাকিব

প্রকাশিত: ১৬:১৫, ১৬ মার্চ ২০২৩

খোলা আকাশের নিচে ড্রাইভ-ইন মুভি শো উত্তেজনাপূর্ণ : সাকিব

ড্রাইভ-ইন মুভি শো 

ক্লাব লুমিয়ের খোলা আকাশের নিচে ড্রাইভ-ইন মুভি শো আয়োজন আকর্ষণীয় ও উত্তেজনাপূর্ণ ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি বছরের প্রথম ক্লাব লুমিয়ের ইভেন্টের আয়োজন করে মোবাই নেটওয়ার্ক কোম্পানি গ্রামীণফোন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে অনুভূতি প্রকাশ করে এক স্ট্যাটাসে এ তথ্য জানান 

স্ট্যাটাসে সাকিব বলেন, ‘গ্রামীণফোন এ বছরের প্রথম ক্লাব লুমিয়ের ইভেন্টের আয়োজন করেছে। ক্লাব লুমিয়ের খোলা আকাশের নিচে একটি ড্রাইভ-ইন মুভি শো আয়োজন করেছে। এটির অভিজ্ঞতা আকর্ষণপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ ছিল।’

তিনি বলেন, ‘গ্রামীণফোনের মূল্যবান গ্রাহক এবং ব্যবস্থাপনা দলের সঙ্গে দেখা করতে পেরে আনন্দিত। আমন্ত্রণ জানানোর জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ এবং ভবিষ্যতে এ রকম বিশেষ অনুষ্ঠান আরও দেখতে পাব বলে আশা করি।’

এ দিকে, বিষয়টি পোস্ট করার সঙ্গে সঙ্গে ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ছাড়া সাকিবের পোস্টে কমেন্ট বক্সে তাকে বস সম্মোধন করে অভিনন্দন জানিয়েছেন তার ভক্ত ও শুভাকাঙ্খিরা। 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

monarchmart
monarchmart