ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

নিঃস্ব হয়েও ভেঙে পড়েননি উসাইন বোল্ট

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:২৪, ৩ ফেব্রুয়ারি ২০২৩

নিঃস্ব হয়েও ভেঙে পড়েননি উসাইন বোল্ট

গতি সম্রাট উসাইন বোল্ট

বিশ্ব স্প্রিন্টকে অন্যমাত্রা দিয়েছেন উসাইন বোল্ট। চোখের পলকে ট্র্যাক পেরিয়ে যাওয়া জ্যামাইকান কিংবদন্তি কেবল ‘বিদ্যুৎ মানবের’ খেতাবই পাননি, ট্র্যাক অ্যান্ড ফিল্ড শাসন করে গড়েছেন একের পর এক রেকর্ড, গলায় পড়েছেন একের পর এক পদক। সেই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টেও জমা হয়েছে কাঁরি কাঁরি অর্থ। বিশ্বের শীর্ষ ধনী ক্রীড়াবিদের তালিকায়ও উঠে এসেছিল তার নাম।

সেই তিনি যেন মুহূর্তেই রাস্তার ফকির হতে চলেছেন। প্রতারণার শিকার হয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে হারিয়েছেন ১২ মিলিয়ন ইউরো। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩৯ কোটি টাকা! অন্য কেউ হলে হয়তো পাগলপাড়া হয়ে যেতেন। কিন্তু ট্র্যাকের মতোই শক্ত জ্যামাইকান কিংবদন্তি স্ত্রী-সন্তান নিয়ে কিভাবে কী করবেন, সেই চিন্তা ভর করলেও ৩৬ বছর বয়সী বোল্ট ভেঙে পড়েননি।
‘একজন মানুষ কঠোর পরিশ্রম করে সারাজীবনে যা অর্জন করে তা যদি হারিয়ে ফেলে, তাহলে তার জন্য একটি দুঃখজনক পরিস্থিতি তৈরি হবেÑ এটাই স্বাভাবিক। এটা অবশ্যই আমার জন্য একটা খারাপ পরিস্থিতি এবং আমি খুব হতাশ। আমি এ নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না।

কারণ সব সময় আমার মতো কিছু মানুষের খুব বেশি কিছু বলা সাজেও না। আমি অনেকের মন্তব্য পড়েছি। অধিকাংশই এখনো দ্বিধান্বিত। আমিও চাই না এই দ্বিধা বাড়াতে। আমাদের কি ঘটে, সে অপেক্ষায় থাকতে হবে। তবে আমি ভেঙে পড়িনি। অবশ্যই এ ঘটনা আমাকে একটা জটিল অবস্থার মধ্যে ফেলে দিয়েছে।’ জ্যামাইকায় স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন বোল্ট। অবসর নেওয়ার পর উসাইন বোল্ট তার সব সঞ্চয় একটি ব্যাংকের অ্যাকাউন্টে রেখেছিলেন। সেই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ছিল শেয়ারবাজারের একটি সংস্থা।

monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ:

একনেকে ৯ প্রকল্প অনুমোদন
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৩৯ হাজার ৩৬৫ পরিবার
পৃথিবীর কোনো দেশেই গণতন্ত্র ত্রুটিমুক্ত নয় :ওবায়দুল কাদের
বিএনপি থেকে শওকত মাহমুদ বহিষ্কার
দেশে চালের অভাব নেই, কৃত্রিম সংকট করলে ব্যবস্থা :খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে রিট চেম্বার আদালতে খারিজ
শিবচরে ১৯ জনের প্রাণহানি,৩১ যানবাহনের বিরুদ্ধে মামলা
গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ১ জনের মৃত্যু
লালপুরে প্রধানমন্ত্রীর উপহার রঙিন ঘর পাচ্ছে ১৫৫ টি পরিবার
দুবাইতে আরাভ খানকে আটকের গুঞ্জন!
রাশিয়ায় চীনা প্রেসিডেন্ট, ইউক্রেন সফরে জাপানের প্রধানমন্ত্রী
কর্মীদের চীনা ভিডিও অ্যাপ টিকটক ডিলিট করতে বলল বিবিসি