ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাকায় বিএনপির তারুণ্যের সেমিনার আজ, কাল নয়াপল্টনে সমাবেশ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১:৩২, ২৭ মে ২০২৫

ঢাকায় বিএনপির তারুণ্যের সেমিনার আজ, কাল নয়াপল্টনে সমাবেশ

ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বক্তব্য রাখেন

আজ মঙ্গলবার রাজধানী ঢাকায় বিএনপির তারুণ্যের সেমিনার। বিকেল ৩টায় খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে চার বিভাগের তরুণদের নিয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত এ সেমিনার অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর (প্রস্তাবিত) বিভাগের তরুণরা। প্রধান অতিথি থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আর আগামীকাল বুধবার দুপুর ২টায় এই চার বিভাগের তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। 
তারুণ্যের সেমিনার ও সমাবেশ উপলক্ষে সোমবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথভাবে সংবাদ সম্মেলন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এ সময় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, দেশের সংকটে তরুণরা জাতিকে পথ দেখিয়েছে। দেশের ইতিহাসে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়েই তরুণরা ছিলেন অগ্রসারীর শক্তি। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচারবিরোধী গণআন্দোলন কিংবা ভোটের অধিকার প্রতিষ্ঠা প্রতিটি লড়াইয়ের কেন্দ্রে ছিল তারুণ্যের সাহস, আত্মত্যাগ ও নেতৃত্ব।

সেই গৌরবোজ্জ্বল ধারাবাহিকতায়, রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানেও তরুণরাই ছিলেন অগ্রণী ভূমিকায়। মোনায়েম মুন্না বলেন, ইতিহাস আমাদের দেখিয়েছে, যখনই দেশ সংকটে পড়েছে, তরুণরাই এগিয়ে এসে জাতিকে পথ দেখিয়েছে। বিএনপি এই ঐতিহাসিক সত্যকে সম্মান করে এবং বিশ্বাস করে, তরুণ প্রজন্মই এই দেশের ভবিষ্যৎ নীতিনির্ধারক ও গণতন্ত্রের কা-ারি। ভবিষ্যতেও যে কোনো সংকট মোকাবিলায় তরুণদেরই সামনে থাকতে হবে। 
মোনায়েম মুন্না বলেন, ঢাকায় চার বিভাগের দুই দিনের কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের তরুণ প্রজন্ম। ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহের প্রতিনিধিত্বকারী তরুণদের অংশগ্রহণে মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’ শীর্ষক সেমিনার এবং বুধবার অনুষ্ঠিত হবে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’।
সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, আমরা চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় তারুণ্যের মিলনমেলা দেখেছি। আমাদের লক্ষ্য শতভাগ অর্জিত হয়েছে। ঢাকার সমাবেশে সব রেকর্ড ভেঙে ১৫ লাখ তরুণ-তরুণী যোগ দেবেন বলে আশা রাখছি। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি তরুণের কর্মসংস্থান সৃষ্টি করবে।
যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, বিগত সরকারের সময়ে দলীয় পরিচয়ে চাকরি দেওয়া হয়েছে। তরুণদের দাবি, রাষ্ট্র যাতে তাদের কর্মসংস্থান নিশ্চিত করে। সে সক্ষমতা বিএনপির রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসের মধ্যে এক কোটি তরুণের কর্মসংস্থান করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, তরুণদের নিয়ে ধারাবাহিক সেমিনার ও সমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি বৃহৎ নীতিগত প্রয়াস। এর মাধ্যমে ভবিষ্যতের রাষ্ট্রচিন্তায় তরুণদের সম্পৃক্ত করা হচ্ছে। বুধবারের তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন। সমাবেশে আরও উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

×