ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

নিজের বিশ্বাসের উপর ব্যাঙ্কিং চলবে, টাকা পয়সার উপরে ব্যাংকিং না: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ১৩:৪৭, ১৭ মে ২০২৫; আপডেট: ১৩:৪৮, ১৭ মে ২০২৫

নিজের বিশ্বাসের উপর ব্যাঙ্কিং চলবে, টাকা পয়সার উপরে ব্যাংকিং না: প্রধান উপদেষ্টা

প্রথাগত ব্যাংকিং ব্যবস্থার ধারণা পাল্টে, মানবিক মূল্যবোধ ও বিশ্বাসের ভিত্তিতে গড়ে উঠা ভবিষ্যতের ব্যাংকিং ব্যবস্থা নিয়ে কথা বলেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “সেটাই প্রকৃত ব্যাঙ্কিং, আগামী দিনের ব্যাংকিং, যেটাতে মানুষ নিজের পরিচয় কাজ করবে, নিজের বিশ্বাসের উপর ব্যাঙ্কিং চলবে। এই টাকা পয়সার উপরে ব্যাংকিং না।”

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবন উদ্বোধন শেষে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “গ্রামীণ ব্যাংক সৃষ্টি হওয়ার মূলে যেটা ছিল, সেটা আইডিয়াজ। মানুষ মাত্রেই উদ্যোক্তা। সে চাকরি চাইবে না, নিজে উদ্যোগ নেবে। তবে এই উদ্যোগটা হওয়ার জন্য হাতে সরঞ্জাম তুলে দিচ্ছে। যে কারণে সে উদ্যোগটা নিতে পারবে।”

তিনি আরও বলেন, “যেহেতু মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক আছে, যে কোনও ছেলে, যে কোনও মেয়ে মাইক্রো ব্যাঙ্কের কাছ থেকে বিনিয়োগ পাবে। যে টাকা সে ইনভেস্ট করতে চায়, সেই টাকা ব্যাঙ্ক থেকে বিনিয়োগ হিসেবে আসবে। আমরা এমন একটি মডেল তৈরি করেছি, যেখানে জাতীয় পর্যায়ে নমুনা হিসেবে এটি কাজ করছে।”

ড. ইউনূস বলেন, “বিনিয়োগকারী শুরুতে যদি ৯০ শতাংশ মালিকানা পায়, তাহলে ধীরে ধীরে সে নিজের রোজগার দিয়ে বাকি মালিকানা কিনে নিতে পারে। আমি তোমার ব্যবসা নিয়ন্ত্রণ করতে চাচ্ছি না, আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও।”

ড. ইউনূসের এই বক্তব্যে ভবিষ্যতের ব্যাংকিং ব্যবস্থায় আস্থা, আত্মনির্ভরতা ও ব্যক্তি উদ্যোগকে কেন্দ্র করে একটি নতুন দৃষ্টিভঙ্গির কথা উঠে এসেছে।

আফরোজা

×