ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

কালিগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন ১০ মে, প্রস্তুত ৫৫০ স্বেচ্ছাসেবক

আফজাল হোসেন, কালিগঞ্জ, সাতক্ষীরা

প্রকাশিত: ২০:৩৮, ৭ মে ২০২৫; আপডেট: ২০:৪০, ৭ মে ২০২৫

কালিগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন ১০ মে, প্রস্তুত ৫৫০ স্বেচ্ছাসেবক

ছবি: সংগৃহীত

আগামী ১০ মে কালিগঞ্জ উপজেলার শহীদ সামাদ স্মৃতি ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে একটি বৃহৎ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ৭ মে (বুধবার) বিকাল ৫টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা আজিজুর রহমান। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমীর ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী। তিনি জানান, প্রায় ১৭ বছর পর কালিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমন একটি ঐতিহাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলন দুই পর্বে অনুষ্ঠিত হবে—সকাল ৮টা ৩০ মিনিটে মহিলা কর্মীদের এবং বিকেল ৩টায় পুরুষ কর্মীদের জন্য নির্ধারিত সময়। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের। সম্মেলন সফল করতে ইতোমধ্যে ৫৫০ জন স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হয়েছে। যানজট এড়াতে উপজেলা সদরের বিভিন্ন স্থানে অস্থায়ী গ্যারেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। উপজেলার ১২টি ইউনিয়ন থেকে লক্ষাধিক কর্মীর অংশগ্রহণের আশা করছে আয়োজকরা।

সাংবাদিকদের উদ্দেশে মাওলানা সিদ্দিকী বলেন, “১৯৪১ সালে প্রতিষ্ঠার পর জামায়াতে ইসলামী একটি শোষণমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতিতে বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “জুলাই-২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আমরা দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা দেখেছি। এ সম্মেলন থেকে জাতিকে একটি শোষণমুক্ত ভবিষ্যতের বার্তা দেওয়া হবে।” সম্মেলন সফল করতে তিনি উপজেলা প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। 

আসিফ

আরো পড়ুন  

×