ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

দলের কে নেতা হবে বা কে প্রধানমন্ত্রী হবেন, তা বাইরের কেউ সংবিধান দিয়ে নির্ধারণ করতে পারে না: ব্যারিস্টার রুমিন ফারহানা

প্রকাশিত: ১৩:৩৯, ২৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৩:৪০, ২৫ এপ্রিল ২০২৫

দলের কে নেতা হবে বা কে প্রধানমন্ত্রী হবেন, তা বাইরের কেউ সংবিধান দিয়ে নির্ধারণ করতে পারে না: ব্যারিস্টার রুমিন ফারহানা

ছবি : সংগৃহীত

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি এক টক শোতে বলেন, রাষ্ট্র নিয়ে ছেলে খেলা কখনোই ভালো ফলাফল বয়ে আনে না। তার মতে, একটি দলের কে নেতা হবে বা কে প্রধানমন্ত্রী হবেন, তা বাইরের কেউ সংবিধান দিয়ে নির্ধারণ করতে পারে না। এসব সিদ্ধান্ত দলীয় অভ্যন্তরীণ প্রক্রিয়ায় নির্ধারিত হওয়া উচিত।

 

 

তিনি যুক্তরাজ্য, ভারত ও আমেরিকার উদাহরণ তুলে ধরে বলেন, গণতান্ত্রিক দেশগুলোতে দলীয় কাঠামোর মধ্য থেকেই নেতৃত্ব নির্ধারিত হয়। যেমন, সোনিয়া গান্ধী জনগণের ভেতরে ও দলের মধ্যে অস্বস্তি টের পেয়ে নিজে সরে গিয়ে দলের অন্য একজনকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছিলেন।

রুমিন ফারহানা আরও বলেন, বিএনপি অতীতের তুলনায় এখন অনেক বেশি নমনীয় এবং সময়োপযোগী সংস্কারমূলক চিন্তা করছে। বর্তমানে ৩১ দফা সংস্কার প্রস্তাবে দলটি একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কারের কথা বলেছে। এর মধ্যে রয়েছে- একই ব্যক্তি পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা এবং দলীয় নেতা নির্ধারণে দলীয় কর্মী ও সমর্থকদের মতামতকে গুরুত্ব দেওয়া। এসব প্রস্তাব বিএনপির রাজনৈতিক পরিপক্বতা এবং গণতান্ত্রিক চিন্তারই বহিঃপ্রকাশ বলে তিনি দাবি করেন।

 

 

তবে, এই সংস্কার ভাবনার সমালোচনা করেন এনসিপি এবং রাজনৈতিক বিশ্লেষক তাজ রহমান। তারা বলেন, বিএনপি সংবিধান ও রাষ্ট্র কাঠামো নিয়ে অনেক উচ্চপর্যায়ের কথা বললেও, সাধারণ মানুষের জীবনঘনিষ্ঠ ইস্যু- যেমন শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, অর্থনীতি এবং বেকারত্ব- নিয়ে স্পষ্ট কোনো পরিকল্পনা দিচ্ছে না। তারা প্রশ্ন তোলেন, একটি গণতান্ত্রিক দল হিসেবে বিএনপির উচিত ছিল এসব মৌলিক ইস্যুতে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা। কেবল রাষ্ট্র সংস্কারের মতো তাত্ত্বিক আলোচনায় সীমাবদ্ধ থাকলে তা জনগণের প্রত্যাশা পূরণে যথেষ্ট হবে না।

 

 

 

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার