
মো. ফরহাদ আলী
বাংলাদেশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ফরহাদ আলী (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. ফরহাদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হল ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা ও ছাত্রদলের দুই নেতার সহযোগিতায় নিজের গ্রাম থেকে তাকে আটক করে উল্লাপাড়া মডেল থানার পুলিশ। সে উল্লাপাড়া উপজেলার দত্তখারুয়া গ্রামের হাসান আলীর ছেলে।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, ফরহাদের বিরুদ্ধে থানায় বিষ্ফোরক মামলা রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আশিক