ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

হজযাত্রীদের কল্যাণে

প্রকাশিত: ১৯:২৯, ২ মে ২০২৫

হজযাত্রীদের কল্যাণে

হজযাত্রীদের জন্য সুসংবাদ হলো তাদের সেবা সহজ করার জন্য তৈরি করা হয়েছে ‘লাব্বাইক অ্যাপ’। আশকোনা হজ ক্যাম্পে এ বছরের হজফ্লাইট উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবারের পবিত্র হজযাত্রা। ৩৯৮ হজযাত্রী বহনকারী প্রথম উড়োজাহাজটি জেদ্দার উদ্দেশে যাত্রা করে। উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ হজযাত্রীর পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার কথা। হজফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। জানা যায়, রাজধানীর আশকোনার হজ ক্যাম্পেই ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে যাওয়া যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন হবে। সৌদি আরব থেকে আসা ইমিগ্রেশনের ৭৫ সদস্যের একটি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসে সেদেশের ইমিগ্রেশন সম্পন্ন করবে। এতে হজযাত্রীদের ভোগান্তি কমবে। অবশ্য ফেরার সময় হজযাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবেই করতে হবে। আর সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে গমনকারী যাত্রীদের সৌদি আরবের ইমিগ্রেশন সেদেশেই অনুষ্ঠিত হবে। অবশ্য বাংলাদেশের হজযাত্রীদের কমবেশি ৯৫ শতাংশই সৌদি আরবে যান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে। এবারও সর্বোচ্চ সংখ্যক হজযাত্রী আশকোনা হজক্যাম্প হয়ে সৌদি আরবে যাবেন। জানা গেছে, এবার তিনটি বিমান সংস্থা হজযাত্রী পরিবহন করবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর দিয়ে হজযাত্রী পরিবহন করবে। সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ার শুধু শাহজালাল বিমানবন্দর থেকে যাত্রী পরিবহন করবে।
হজ সক্ষম মুসলমানদের জন্য সাংবাৎসরিক ফরজ ইবাদত। এর সঙ্গে ধর্মপ্রাণ মুসলমানদের আবেগ-অনুভূতি ও বিশ্বাস জড়িত। অতীতে হজ গমনেচ্ছুরা নানা বিড়ম্বনার শিকার হয়েছেন। কখনো কখনো অনেকে প্রতারণারও শিকার হয়েছেন। তাই হজযাত্রা নির্বিঘ্ন করার দাবি দীর্ঘদিনের। এবার হজ গমনেচ্ছুদের জন্য যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, তা যথাযথভাবে প্রতিপালিত হলে তাদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে আমাদের বিশ্বাস। বিশেষ করে ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশনের ব্যবস্থা নিঃসন্দেহে হজযাত্রীদের দুর্ভোগ অনেকাংশে কমাবে।
বাংলাদেশের আশকোনা হজ ক্যাম্প, মক্কা ও মদিনায় হজ ক্যাম্পে এ ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ স্থাপন করার উদ্যোগ গ্রহণের সংবাদ এসেছে গণ্যমাধ্যমে। এ সেন্টার থেকে হজযাত্রীদের বিভিন্ন সেবা, উদ্ভূত সমস্যার সমাধান দেওয়ার কথা।
হজ ম্যানেজমেন্ট সেন্টার থেকে হজযাত্রীদের লাগেজ ট্র্যাকিং করার ব্যবস্থাও চালু হচ্ছে। অ্যাপ ব্যবহারের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে হজযাত্রীরা প্রতিদিন ওই দিনের করণীয় ও যাতায়াতের বিস্তারিত বিবরণ জানতে পারবেন। যেদিন যে দোয়া পড়তে হবে সেটি স্মরণ করিয়ে দেবে, যেসব পবিত্র স্থানে যাবেন সেসবের ছবিসহ ইতিহাস বর্ণনা করবে। হাজিদের মনে কোনো প্রশ্ন জাগলে কল সেন্টারে ফোন করে সে প্রশ্নের উত্তর পাবেন। শরীর খারাপ লাগলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন কল সেন্টারের কর্মকর্তারা। হাজিদের কোনো পরামর্শ থাকলে সেটি পরামর্শ পৃষ্ঠায় লিখে দিতে পারবেন। ভ্রমণের দৈনন্দিন ঝামেলা যেন হজের মূল লক্ষ্য বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য সব ব্যবস্থা অ্যাপে থাকবে বলেও জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আশা করা যায় এবার হজযাত্রীরা সন্তুষ্ট হবেন।

প্যানেল

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার