
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার অন্তর্গত সুন্দরপুর রেলওয়ে স্টেশনটি বর্তমানে চরম অব্যবস্থাপনার শিকার। দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ স্টেশনে কোনো স্থায়ী রেলওয়ে স্টাফ নেই। যার ফলে যাত্রীসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় জনগণ ও যাত্রীসাধারণ প্রতিনিয়ত ভোগান্তির মধ্যে পড়ছেন।
বর্তমানে কোনো প্রকার রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী ছাড়াই মাত্র দুটি ট্রেন এই স্টেশনে থামে। ট্রেনের সময়সূচি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না থাকায় যাত্রীরা বিড়ম্বনার শিকার হন। টিকিট কাটা, যাত্রীসেবা, নিরাপত্তা, ও স্টেশন রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে চরম অনিয়ম ও অব্যবস্থা বিরাজ করছে।
সুন্দরপুর রেলস্টেশনটি এই এলাকার হাজারো মানুষের দৈনন্দিন যাতায়াত, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান এবং ব্যবসায়িক প্রয়োজনের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এই অব্যবস্থা শুধু সাধারণ জনগণের ভোগান্তিই বাড়াচ্ছে না, বরং একটি কার্যকর যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
অতএব, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি- ১. সুন্দরপুর রেলওয়ে স্টেশনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক রেলওয়ে স্টাফ নিয়োগ দেওয়া হোক।
২. আরও অতিরিক্ত ট্রেন যেন এই স্টেশনে যাত্রা বিরতি করে, সে ব্যবস্থা নেওয়া হোক।
৩. স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণের পদক্ষেপ গ্রহণ করা হোক।
জনগণের দাবি, অবিলম্বে পদক্ষেপ নেওয়া হলে যাত্রী দুর্ভোগ হ্রাস পাবে এবং এই অঞ্চলের উন্নয়নে রেলস্টেশনটি আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
স্থানীয় জনসাধারণের পক্ষে-
মো. রুহুল আমিন
কালীগঞ্জ, ঝিনাইদহ
প্যানেল