ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

মামলা হলেই গ্রেপ্তার নয়

প্রকাশিত: ১৯:২৪, ২ মে ২০২৫; আপডেট: ১৯:২৫, ২ মে ২০২৫

মামলা হলেই গ্রেপ্তার নয়

পুলিশের সর্বস্তরে নির্দেশনা দেওয়া হয়েছে, নিরীহ কাউকে গ্রেপ্তার ও হয়রানি করা যাবে না। কারও বিরুদ্ধে মামলা হলেই তাকে গ্রেপ্তার নয়। প্রথমে তদন্ত হবে, যদি অভিযুক্তের সম্পৃক্ততা পাওয়া যায়, তবেই গ্রেপ্তার করা যাবে।
পুলিশ সপ্তাহ উপলক্ষে আইজিপি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেছেন। রাষ্ট্রের নাগরিকদের জন্য জনবান্ধব পুলিশ প্রতিষ্ঠায় এটি একটি মহান উদ্যোগ অন্তর্বর্তী সরকারের।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ যেন পুলিশকে ‘ব্যবহার’ করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দেশের যে  কোনো নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ হওয়ার পেছনে পুলিশের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। ‘পুলিশ সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সদস্যদের পদক প্রদানকালে  তিনি  বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের সেই সুযোগ করে দিয়েছে। এ সুযোগ যেন আমরা না হারাই। এ সুযোগ হারালে আমরা পরবর্তী প্রজন্মের কাছে চির জীবনের জন্য দায়ী থাকব।
জুলাই-আগস্ট বিপ্লবোত্তর বাস্তবতায় বিদ্বেষমূলক মামলা হচ্ছে দেশের আনাচে-কানাচে। সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনকালে রাষ্ট্রের প্রতিটি অর্গানে অনেক আবর্জনা ও জঞ্জাল জমেছে, যা দু-চার মাসে অপসারণ করা কারও পক্ষেই সম্ভব নয়। তবে অন্তর্বর্তী সরকারের অনেক সংস্কার কমিশনের মতো পুলিশ সংস্কার কমিশন জাতির সামনে আলোর দিগন্ত উন্মোচন করবে নিঃসন্দেহে। বিগত সময়ে চলে আসা মিথ্যা মামলা বাণিজ্যে গ্রেপ্তার ও হয়রানি করার মাধ্যমে এক শ্রেণির দুষ্ট রাজনৈতিক চক্রে ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে পুলিশের একটি বড় অংশের যোগসাজশে সামাজিক অপরাধের টেকসই রূপ দেওয়া হয়েছে। এই অপসংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। নিকট অতীতে আমরা দেখতে পাই, দেশে কোনো রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্যের জায়গা জমি ও ব্যবসা দখলের জন্য মামলা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেপ্তার করা না হয়।
আমরা মনে করি, পুলিশের কাজের স্বাতন্ত্র্য বজায় রাখা। যাতে কোনো চাপের মুখোমুখি হতে না হয়। এজন্য পুলিশকে স্বায়ত্তশাসন দেওয়ার চিন্তাও করা যেতে পারে। পুলিশের সঙ্গে সঙ্গে দেশের সকল নাগরিককে মব জাস্টিস বা সংঘবদ্ধ আক্রমণ প্রতিরোধে  আওয়াজ তুলতে হবে, যেন তা সমূলে নির্মূল হয়।
পুলিশ অতীতের সব সরকারের আমলেই পেটোয়া বাহিনীর ভূমিকা রেখেছে, তবে আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থি নগ্ন ভূমিকায় অবতীর্ণ হয়; যার ভয়াবহতা এমন পর্যায়ে ছিল, যে গত ৫ আগস্টে জনরোষ থেকে বাঁচতে বাহিনীর পোশাক খুলে পালাতে হয়েছিল। এমন পরিস্থিতি জাতি হিসেবে আমরা আর দেখতে চাই না। এ সরকারের সময় সংস্কার না হলে আর কখনই হবে না, এটা দেশের বোদ্ধামহলের ভাবনা।

প্যানেল

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার