
অভ্যাস হলো আমাদের কিছু সাধারণ আচরণ যা আমরা প্রায়শই করে থাকি
অভ্যাস হলো আমাদের কিছু সাধারণ আচরণ যা আমরা প্রায়শই করে থাকি। কোনো আচরণ আমরা নিয়মিত করতে থাকলেই তা পরবর্তীতে অভ্যাসে রূপ নেয়। অভ্যাস দুই ধরনের হয়। একটি সুন্দর অভ্যাস যা মানুষের জন্য উপকারী এবং অপরটি খারাপ অভ্যাস যার ফলে মানুষ শুধু নিজেকেই নয়, সমাজকেও খারাপ বানিয়ে তোলে। কিছু ভালো আচরণ আমরা নিয়মিত করতে থাকলেই তা সুন্দর অভ্যাসে রূপ নেয়।
মানুষের সঙ্গে দেখা হলে সালাম বা সম্ভাষণ দেওয়া, ভালো আচরণ করা, হাসিমুখে কথা বলা ইত্যাদি ভালো আচরণের অন্তর্ভুক্ত। তাছাড়া গরিব-দুঃখীদের সাহায্য করা, সদা সত্য কথা বলা, কারও সঙ্গে প্রতারণা না করা প্রভৃতিও সুন্দর অভ্যাসের শামিল। এছাড়া প্রতিটি ধর্মেই ভালো ও সুন্দর অভ্যাসকে উৎসাহিত করা হয়েছে।
মার্কিন প্রাবন্ধিক র্যালফ ওয়ালদো এমারসন বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র ত্যাগ দ্বারা সুন্দর শিষ্টাচার গঠিত হয়। অর্থাৎ ভোগে নয় ত্যাগের মাঝেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত। অভ্যাসের মাধ্যেমে মানুষের চরিত্র নির্ণয় কারা হয়। ভালো মানুষ ভালো অভ্যাস গ্রহণ করে, খারাপ অভ্যাস পরিত্যাগ করে। সুন্দর অভ্যাস গড়ে তুলতে নিজেকে অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে।
বলা হয়ে থাকে যে, ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ।’ এ কারণে কোনো সাথী বা সঙ্গী বানানোর আগে এসব জিনিস চিন্তায় রাখতে হবে। খারাপ অভ্যাস শুধু মানুষকে নয় পুরো সমাজকেই প্রভাবিত করে। একজন হতে আরেকজনে খারাপ অভ্যাস ছড়ায়। ফলে সমাজে অশান্তিও সৃষ্টি হয়। সুন্দর অভ্যাসের ক্ষেত্রেও তা একজন থেকে আরেকজনে ছড়ায়। ফলে তা সমাজে শান্তি ও সম্প্রীতি বয়ে আনতেও সহায়ক ভূমিকা পালন করে। তাই আসুন আমরা সবাই নিজেও সুন্দর অভ্যাস গড়ি, অপরকেও গড়তে
উৎসাহিত করি।
উত্তরা, ঢাকা থেকে