ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

আছিয়ার খুনির শাস্তি নিশ্চিত হওয়ার অপেক্ষায় বাংলাদেশের আপামর জনগণ: জামায়াত আমির

প্রকাশিত: ১২:২৬, ১৭ মে ২০২৫; আপডেট: ১২:৩৭, ১৭ মে ২০২৫

আছিয়ার খুনির শাস্তি নিশ্চিত হওয়ার অপেক্ষায় বাংলাদেশের আপামর জনগণ: জামায়াত আমির

ছ‌বি: সংগৃহীত

মাগুরার ছোট্ট মেয়ে আছিয়ার ওপর ঘটে যাওয়া পাশবিক নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার মাত্র দুই মাসের মধ্যেই সম্পন্ন হয়েছে এবং আদালত রায় ঘোষণা করেছে। যদিও দ্রুত রায় প্রদানে সন্তোষ প্রকাশ করা যায়, আছিয়ার পরিবার এই রায়ে অসন্তোষ জানিয়েছে এবং উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার ঘোষণা দিয়েছে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে বলেন, “বিষয়টি ভেবে দেখার মতো। ন্যায়বিচার নিশ্চিত হোক। খুনির শাস্তি নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশের আপামর জনগণ। দ্রুত সময়ে শাস্তি কার্যকর হলে, লম্পটদের জন্য এটি একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হবে।”

তিনি আরও বলেন, “আমরা শুধু আছিয়া হত্যাকাণ্ডের বিচারই নয়, বরগুনার সেই শিশু মেয়েটির, যার ইজ্জত লুণ্ঠিত হয়েছিল, তার পিতা মন্টু চন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ডের বিচারও দ্রুত দেখতে চাই।”

ডা. শফিকুর রহমান তার পোস্টে স্পষ্টভাবে জানান, কোনো ধরনের অপরাধ ও অন্যায়ের সঙ্গে জামায়াতে ইসলামীর অবস্থান কখনোই আপসের নয়। অপরাধী যেই হোক, তার দৃষ্টান্তমূলক শাস্তিই হতে হবে ন্যায়বিচারের আসল রূপ।

এএইচএ

আরো পড়ুন  

×