
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, যেদিকে যাবো সেদিকে ব্যারিকেড। যেখানে যাই দেখি ছাত্রজনতা বসে আছে। শেষে কোথাও আর যাওয়াই হয় না।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগে থেকেই ঘোষণা দিয়েছিল তারা এত তারিখে যমুনা অভিমুখে লং মার্চ করবে, তবুও কেন কোনো পদক্ষেপ নেয়া হলো না? প্রশ্নের উত্তরে হাবিব বলেন, ‘আমি তো আগেই বলেছি এটা তো আগেই মেটানো যেত, তারা চেষ্টাই করতেছে গ্যাঞ্জাম বাঁধানোর। জনগণের প্রতি তো তাদের কোনো জবাবদিহিতা নেই। সমস্যাটা এখানেই। আওয়ামী লীগ যে এতগুলো অপকর্ম করলো, যদি জনগণের প্রতি জবাবদিহিতা থাকতো তাহলে এতগুলো অপকর্ম করতে পারতো না।
উল্লেখ্য, তিন দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলন কর্মসূচি তৃতীয় দিনের মতো চলছে।
তিন দফা দাবি হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করা। বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করা। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা।
মুমু