
ছবি : জনকণ্ঠ
অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস পূর্তিতে সরকারের কার্যক্রম ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে ছয়টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি মনে করেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের ফসল হিসেবে গঠিত এ সরকারকে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাসে মাহদী আমিন গণঅভ্যুত্থান, বিচারহীনতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি ও সিন্ডিকেট ভাঙার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সরকারের ব্যর্থতা রয়েছে বলে দাবি করেন।
অন্তর্বর্তী সরকারকে ছয়টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১️. গণহত্যার বিচার:
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার, এবং গত ১৬ বছরে গুম, খুন, হামলা-মামলার দায়ে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের ক্ষেত্রে কোনো অগ্রগতি নেই কেন?
২. ফ্যাসিস্টদের পুনর্বাসন:
আওয়ামী লীগের শত শত শীর্ষ নেতা দেশ ছাড়তে বাধ্য হলেও, ফ্যাসিবাদী শাসনের দোসরদের এখনও কেন রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্তরে পদায়ন ও পদোন্নতি দিয়ে পুনর্বাসন করা হচ্ছে?
৩. আইনশৃঙ্খলার অবনতি:
আইনের শাসন প্রতিষ্ঠার পরিবর্তে বিচারহীনতার পরিবেশ সৃষ্টি করে কেন অস্থিতিশীল পরিস্থিতির জন্ম দেওয়া হচ্ছে? কেন জনগণ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে?
৪. শহীদদের স্বীকৃতি ও পুনর্বাসন:
গণঅভ্যুত্থানে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন কেন এতদিনেও বাস্তবায়ন হয়নি?
৫. চাঁদাবাজি ও সরকারের নিষ্ক্রিয়তা:
বিএনপি চাঁদাবাজির অভিযোগের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করলেও, সরকারের নিষ্ক্রিয়তা এবং পরিকল্পিত অপপ্রচার বন্ধে কার্যকর উদ্যোগ কেন দেখা যাচ্ছে না?
৬. অর্থনৈতিক সংকট ও সিন্ডিকেটের দৌরাত্ম্য:
আওয়ামী লীগের পতনের পর সিন্ডিকেট ভাঙার দাবি থাকলেও অপ্রত্যাশিত ভ্যাট বৃদ্ধি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও বাজারে অস্থিরতা কেন দূর করা যাচ্ছে না?
সরকারের সফলতা মানেই বাংলাদেশের সফলতা
মাহদী আমিন বলেন, “অন্তর্বর্তী সরকার কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর প্রতিষ্ঠান নয়, বরং এটি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অর্জন।”
তিনি আরও বলেন, “এ সরকারের সফলতা মানেই বাংলাদেশের সফলতা, আর ব্যর্থতা মানেই বাংলাদেশের ব্যর্থতা। তাই নীতিনির্ধারকদের উচিত গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা এবং রাষ্ট্রব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা।”
নির্মোহ পর্যালোচনার দাবি
তিনি জোর দিয়ে বলেন, এখন জনগণের সর্বজনীন প্রত্যাশা হলো— অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের নির্মোহ পর্যালোচনা করা হোক এবং যথাযথ নীতিগত পদক্ষেপ নেওয়া হোক।
মো. মহিউদ্দিন