ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

দেশে কোনো দালাল তোষামোদকারীর জায়গা হবে না ॥ সারজিস

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ২৩:০০, ৭ ডিসেম্বর ২০২৪

দেশে কোনো দালাল তোষামোদকারীর জায়গা হবে না ॥ সারজিস

.

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, জুলাই-আগস্টে পুলিশের গুলির সামনে আমাদের অনেকে বুক পেতেছিল। তাদের পরিবারের পাশে আমরা সব সময় থাকব। কেউ যদি খুনি হাসিনার এজেন্ট হিসেবে কাজ করে আমরা একসঙ্গে নেমে আবারও তাদের প্রতিহত করব। এদেশে কোনো দালাল ও তোষামোদকারীর জায়গা হবে না। শনিবার নগরীর পিটিআই অডিটরিয়ামে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। ‘শহীদ পরিবারের বাংলাদেশ’ শিরোনামে অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ১০৫টি শহীদ পরিবারের প্রতি পরিবারকে ৫ লাখ টাকা করে চেক দেওয়া হয়।
সারজিস আলম বলেন, ৫ আগস্টের আগে আমরা ঐক্যবদ্ধভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তত ছিলাম। আমরা এখনো সেই খুনিদের বিচার নিশ্চিত করতে এবং তাদের সকল  প্রকার পুনর্বাসনের বিরুদ্ধে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। জুলাই-আগস্টের খুনিদের কেউ পুনর্বাসনের চেষ্টা করলে তাদের প্রতিহত করতে আবারও জীবন দিতে আমরা প্রস্তুত আছি।
তিনি আরও বলেন, বাংলাদেশে কিছু পুলিশ সদস্য আবারও একটি দলের হয়ে কাজ করছে। তাদের উদ্দেশে বলছি, ওই পোশাকটা খুলে রেখে চলে যান। আমরা যেহেতু জীবন দিতে শিখেছি, এদেশে কোনো দালাল ও তোষামোদকারীর জায়গা হবে না। শহীদ ভাইদের নিয়ে এখনো মামলার ব্যবসা হচ্ছে। আমরা আর এগুলো দেখতে চাই না।
শহীদ পরিবারের উদ্দেশে সারজিস বলেন, আপনাদের শক্ত হতে হবে। এ খুনগুলোর বিচার বাংলাদেশে নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কথা বলে যাব। যে কেউ যদি আপনাদের নিয়ে ছেলেখেলা করার চেষ্টা করে, কোনো প্রমাণ পেলে তার বিরুদ্ধে আমরা বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করব। যে কোনো সহযোগিতার জন্য পুরো বাংলাদেশ আপনাদের পাশে দাঁড়াতে প্রস্তুত।
আইনশৃঙ্খলার প্রতি অনুরোধ জানিয়ে সারজিস বলেন, যারা এসব হত্যাকান্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল, প্রমাণের ভিত্তিতে তাদের বিচার নিশ্চিত করুন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল কাদের, রাসেল আহমেদ, খান তালাত মাহমুদ রাফি ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্য ডা. তাজনিম জারা প্রমুখ।

×