ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

আলুর দাম ৭০: নেপথ্যের কারণ কী

প্রকাশিত: ১৬:২৪, ৮ নভেম্বর ২০২৪; আপডেট: ১৬:২৫, ৮ নভেম্বর ২০২৪

আলুর দাম ৭০: নেপথ্যের কারণ কী

আলু

দেশের বাজারে আলুর দাম ১০টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৭০টাকা কেজি।

বাংলাদেশের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যে দেখা গেছে, গত সপ্তাহে ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হওয়া আলু এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়।

খুচরা বিক্রেতাদের দাবি, বাজারে এখন আলুর সরবরাহ কম। যার ফলে পাইকারিতেই বেশি দামে বিক্রি হচ্ছে। আগে আলু পাইকারিতে কেজি প্রতি ৫৪ থেকে ৫৫ টাকায় কেনা গেলেও এখন ৬২ থেকে ৬৪ টাকার নিচে কেনা সম্ভব হচ্ছেনা।

যদিও হিলি স্থলবন্দর দিয়ে ভারতের আলু চলমান রয়েছে, তবুও অতিরিক্ত দামেই বিক্রি হচ্ছে আলু। তিন দিনে হিলি স্থলবন্দরের পাইকারিতে ভারতীয় আলুর দাম পাঁচ থেকে ছয় টাকা করে বৃদ্ধি পেয়েছে।

দাম বৃদ্ধিতে বিপদে আছেন আলুর পাইকারি ব্যবসায়ীরা।

হিলি কাস্টমসের তথ্যানুযায়ী, গত কয়েকদিনে হিলি স্থল্বন্দর দিয়ে ভারতীয় ৫২ ট্রাকে এক হাজার ৩৭৫ মেট্রিক টনেরও বেশি আলু আমদানি হয়েছে।

তাছাড়া ব্যবসায়ীদের মতে আলুর মৌসুম এখন শেষের দিকে। প্রতি বছরেই এ সময় দাম বাড়ে। তবে এ বছর অতি বৃষ্টি ও ঢলে দুই দফায় আলুর বীজ নষ্ট হওয়ায় সারা বছর আলুর বাজার অস্থিতিশীলতায় কাটছে।

দেশের বাজারে নতুন আলু না আসা পর্যন্ত দাম কমার কোনো লক্ষণ নেই বলে জানান ব্যবসায়ীরা।

 

তানজিলা

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে