ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৮ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ইফতারের পর অবশিষ্ট ফেলে রাখল মেট্রোরেলে

প্রকাশিত: ১৩:৪৩, ১৪ মার্চ ২০২৪

ইফতারের পর অবশিষ্ট ফেলে রাখল মেট্রোরেলে

ইফতার সামগ্রী পরে আছে মেট্রোরেলে। 

পবিত্র রমজান মাসে রোজাদারদের কথা বিবেচনা করে মেট্রোরেলে ২৫০ এমএল পানির বোতল বহনের অনুমতি দিয়েছিল প্রতিষ্ঠানটি। কিন্তু কেউ কেউ গোপনে ইফতার নিয়ে মেট্রোতে উঠে ইফতারের পর অবশিষ্ট ফেলে রেখে কোচ নোংরা করার ঘটনা ঘটেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ইফতারের পর অবশিষ্ট মেট্রোরেলে ফেলে কোচ নোংরা করার ছবি ছড়িয়ে পরেছে। আর এটি নিয়ে নানান ধরনের মন্তব্যও করা হচ্ছে। 

আরও পড়ুন : স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

সচেতনার অভাব জানিয়ে অনেকেই লেখেন, মেট্রোরেলের সম্মানিত কর্তৃপক্ষ রোজাদারদের কথা বিবেচনা করে ২৫০ এমএল পানির বোতলের অনুমতি দিয়েছেন, এটা সত্যিই প্রশংসনীয়। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে, সম্মানিত রোজাদার ব্যক্তিরা লুকিয়ে ব্যাগে করে ইফতার সামগ্রী নিয়েই মেট্রোরেল যাতায়াত করছেন! ইফতারের সময় ইফতার সেড়ে মেট্রোরেলের কোচ যথেষ্ট নোংরা করে চলে যাচ্ছেন!  

মেট্রোরেল কর্তৃপক্ষের অনুমতির বিষয়ে বলা হয়, তার মানে মেট্রোরেলের সম্মানিত কর্তৃপক্ষের ২৫০ এমএল পানির বোতলের অনুমতি দেওয়া ভুল ছিল? আমরা কি কখনোই সুস্থ একটা সমাজে বসবাস করতে পারিনা? পারিনা আমাদের বিবেক জাগ্রত করতে?

এম হাসান

×