ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

নাড়ীর টানে নীড়ে ফিরছে মানুষ, লঞ্চে উপচেপড়া ভিড়

প্রকাশিত: ২০:৩১, ২৭ জুন ২০২৩; আপডেট: ২০:৫০, ২৭ জুন ২০২৩

নাড়ীর টানে নীড়ে ফিরছে মানুষ, লঞ্চে উপচেপড়া ভিড়

প্রিয়জনের সঙ্গে ঈদ করতে লঞ্চে বাড়ি ফিরছেন মানুষ। ছবি: জনকণ্ঠ।

ঈদুল আজহাকে ঘিরে নাড়ীর টানে নীড়ে ফিরছে মানুষ। সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো আজ ও আগামীকাল থেকে ছুটি শুরু হয়েছে। ফলে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে গ্রামে ছুটছে কর্মজীবী মানুষ। যার প্রভাব পড়েছে লঞ্চে।

মঙ্গলবার (২৭ জুন) রাজধানীর সদরঘাটে দেখা যায়, প্রিয়জনের সঙ্গে ঈদ করতে লঞ্চে মানুষের উপচেপড়া ভিড় রয়েছে। টার্মিনালে যেন দাঁড়ানোর তিল পরিমান ঠাই। এমনকি যাত্রী দিয়ে কানায় কানায় পূর্ণ লঞ্চ। অতিরিক্ত যাত্রীর কারণে ফাঁকা নেই লঞ্চের ছাদ। 

সরেজমিনে আরও দেখা যায়, লঞ্চগুলো ঘাটে ভিরতেই দু-তিন ঘণ্টার মধ্যেই যাত্রী দিয়ে ভরে যাচ্ছে লঞ্চ। অতিরিক্ত যাত্রীর কারণে কিছু কিছু লঞ্চকে নির্ধারিত সময়ের আগেই ঘাট ছাড়তে দেখো গেছে। বরিশালের সাধারণ যাত্রীরা বাসমুখী হলেও টিকিট না পাওয়ায় তারাও ছুটছে লঞ্চে। 

এদিকে, যাত্রীদের চাপের কারণে খুশি লঞ্চ মালিকরা। কারণ, পদ্মা সেতু চালুর পর তাদের যাত্রী কমে গিয়েছিল। ঈদে যাত্রীদের চাপের কারণে ক্ষতি কিছুটা হলে পুষিয়ে যাবে বলে আশা করছেন লঞ্চ মালিক ও স্টাফরা। 

পটুয়াখালীর লঞ্চ যাত্রী পারভীন আক্তার বলেন, ‘আমি সব সময়ে লঞ্চেই যাতায়াত করি। এটাতে শান্তিতে যাতায়াত করা যায় এবং এটা আমার কাছে খুবই আরাম দায়ক।’

বরিশালের মুলাদীর যাত্রী সোবহান শিকদার বলেন, ‘বাসেই যেতাম, কিন্তু সেখানে অতিরিক্ত ভাড়া চাচ্ছে। তাই পরিবার নিয়ে লঞ্চেই যাচ্ছি। মা-বাবা ও ভাই বোনদের সঙ্গে ঈদ করবো তাই বাড়ি যাচ্ছি। শিকরের টান বলে কথা, তাই কষ্ট হলেও স্বস্তি পাওয়া যায় প্রিয়জনদের মুখ দেখলে। 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার