ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ঢাকার নতুন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

প্রকাশিত: ১৯:১৯, ৮ ফেব্রুয়ারি ২০২৩

ঢাকার নতুন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

সারাহ কুক

ঢাকায় নতুন হাইকমিশনার হিসেবে সারাহ কুককে নিয়োগ দিয়েছে ব্রিটিশ সরকার। তিনি বর্তমান হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের স্থলাভিষিক্ত হবেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি)  ব্রিটিশ সরকার এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানায়। সারাহ কুক আগামী এপ্রিল-মে মাসে ঢাকায় হাইকমিশনার হিসেবে যোগ দেবেন।

সারাহ কুক বর্তমানে যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের প্রধান হিসেবে আছেন। তার আগে ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি ব্রুনাইয়ে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
 

 

এমএস

×