ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ধানমন্ডি সোসাইটির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী অনুষ্ঠিত

প্রকাশিত: ২০:০৪, ১২ নভেম্বর ২০২২

ধানমন্ডি সোসাইটির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী অনুষ্ঠিত

ধানমন্ডি লেক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী

ধানমন্ডি সোসাইটির উদ্যোগে ধানমন্ডি লেক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিচ্ছন্নতা কর্মসূচিতে নেতৃত্ব দেন ধানমন্ডি সোসাইটির সভাপতি আবু মোহাম্মদ সবুর ও ভাইস প্রেসিডেন্ট  জনাব ইঞ্জিনিয়ার লিয়াকত হোসাইন (মিলন)। এছাড়া আরো উপস্থিত ছিলেন জনকল্যাণ সম্পাদক এ এম কামাল, জনসংযোগ সম্পাদক মোঃ নুরুজ্জামান, পরিবেশ বিষয়ক সম্পাদক তারেক রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল খান (অলক), ক্রীড়া বিষয়ক সম্পাদক তৈয়ব আফজাল ও দপ্তর সম্পাদক মোঃ শরিফুল হক ও অনান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। 

পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে ধানমন্ডি লেকের পানিতে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। এসময় পানিতে পড়ে থাকা দর্শনার্থীদের ফেলা পলিথিন, পানির বোতল, ডাবের খোসা, চিপসের প্যাকেটসহ বিভিন্ন আবর্জনা তোলা হয়। এছাড়াও লেকের পাশে গাছে ঢানানো ব্যানার, পোস্টার, পিন অপসারণ করা হয়। লেকের পাশে জমে থাকা পাতাসহ আবর্জনা অপসারণ করা হয়।

কর্মসূচী শেষে সংঘঠনের নেতারা বলেন, ধানমন্ডির প্রাণ হচ্ছে ধানমন্ডি লেক। কতিপয় অসচেতন মানুষ এখানকার পরিবেশ নষ্ট করছে।এলাকাবাসী এবং দর্শনার্থীদের এটিকে সুন্দর রাখার দায়িত্ব নিতে হবে। পানিতে এভাবে ময়লা ফেলা বা যেখানে সেখানে ময়লা ফেলা শোভনীয় নয়। নেতারা বলেন, আমরা ধানমন্ডিতে থাকি। এই এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব ও কর্তব্য। তাই সকলকে নিজ নিজ জায়গা থেকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে। ব্যানার লাগাতে গিয়ে যেমন গাছের মধ্যে পিন মারা যাবে না। যত্রতত্র পোস্টার-ব্যানার লাগানো থেকেও বিরত থাকতে হবে।
 

ফজলু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার