ঢাকা, বাংলাদেশ   রোববার ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পুলিশ বক্সে হামলার ঘটনায় ১১ রিকশা শ্রমিক রিমান্ডে

প্রকাশিত: ১৭:০২, ১৬ অক্টোবর ২০২২; আপডেট: ১৭:০৩, ১৬ অক্টোবর ২০২২

পুলিশ বক্সে হামলার ঘটনায় ১১ রিকশা শ্রমিক রিমান্ডে

রিকশা শ্রমিক

মিরপুরে পুলিশ বক্সে হামলার ঘটনায় গ্রেফতার ১১ জন ব্যাটারিচালিত রিকশা শ্রমিককে দুদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী এ আদেশ দেন।

এ দিন গ্রেফতার ১৩ রিকশা শ্রমিককে আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে আদালত ১১ জনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপর দুজনের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

শুক্রবার রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযানে ক্ষুব্ধ চালকরা পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালান। হামলায় মিজানুর রহমান নামে এক পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা করা হয়। মামলায় পুলিশের কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×