জাবি সংবাদদাতা ॥ দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে চলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ¯œাতকোত্তরের মেধাবী ছাত্রী নুশরাত শারমিন রেশমা। ২০১৮ সাল থেকে তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। ইতোমধ্যে ৬ সার্কেল কেমোথেরাপি এবং ওরাল কেমোথেরাপি দেয়া হয়েছে। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন বিদেশে নিয়ে চিকিৎসার জন্য। কিন্তু বিদেশে নিয়ে চিকিৎসার ব্যয় বহনের সামর্থ্য নেই রেশমার পরিবারের।
ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্রী রেশমার চিকিৎসা ব্যয়ভার নির্বাহে আর্থিক সহায়তা করেছে গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার। মঙ্গলবার গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার চেয়ারম্যান মিসেস শামীমা আতিকউল্লাহ খানের ব্যক্তিগত তহবিল এবং গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতনের চেক রেশমার বাবা আবদুর রহমানের হাতে তুলে দেন জনকণ্ঠের নির্বাহী সম্পাদক কামরুল ইসলাম খান। রেশমার চিকিৎসায় এই সহায়তার জন্য গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তার পরিবার, শিক্ষক, সহপাঠী এবং শুভাকাক্সক্ষীরা।
রেশমার চিকিৎসার তহবিল সংক্রান্ত কাজে জড়িত তার সহপাঠী তরিকুল আলম তাসিকুল ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমাদের বন্ধু এবং মেধাবী ছাত্রী রেশমার চিকিৎসা ব্যয় নির্বাহে তহবিল সংগ্রহের কাজে যারা নিয়োজিত আছি তারা গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের প্রতি কৃতজ্ঞ। ইতোমধ্যে মুম্বাইয়ের মেমোরিয়াল হাসপাতালে রেশমার চিকিৎসা শুরু হয়েছে। আমরা আশাবাদী সবার সহযোগিতা এবং দোয়ায় রেশমা আবার আমাদের মাঝে ফিরে আসবে।’