ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

হাসপাতালে ভর্তি আরও ১১৮ ডেঙ্গু রোগী

প্রকাশিত: ২৩:২২, ২৬ নভেম্বর ২০২১

হাসপাতালে ভর্তি আরও ১১৮ ডেঙ্গু রোগী

স্টাফ রিপোর্টার ॥ দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৮ জন। এর মধ্যে ঢাকায় ৮৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন। এর আগের ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১০৮ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে ৪৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ৩৬৮ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি রয়েছেন ১১২ জন ডেঙ্গু রোগী।
×