ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়া-৬ উপ-নির্বাচন

আওয়ামী লীগ বিএনপি ও জাপাসহ ৮ প্রার্থী টিকল

প্রকাশিত: ০৮:৫৫, ২৮ মে ২০১৯

 আওয়ামী লীগ  বিএনপি ও  জাপাসহ ৮  প্রার্থী টিকল

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সোমবার বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীগণের কাগজপত্র যাচাই-বাছাই করার পর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির প্রার্থীসহ ৮ জনের প্রার্থিতা টিকেছে। বাতিল হয়েছে তিন জনের। নির্বাচন কমিশন যাদের মনোনয়নপত্র গ্রহণ করেছে, তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী টি জামান নিকেতা। বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ ও জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা। জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাপার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর। মুসলিম লীগের রফিকুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান, স্বতন্ত্র সৈয়দ কবির আহমেদ মিঠু ও স্বতন্ত্র মোঃ মিনহাজ। যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা হলেন বিএনপির খালেদা জিয়ার উপদেষ্টা ও বগুড়া পৌর মেয়র মাহবুবর রহমান। তিনি মেয়র পদ থেকে পদত্যাগ না করায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র দুই প্রার্থী জাফর আলী ও আবুল হাসানের মনোনয়নপত্রে মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষর না থাকায় বাতিল করা হয়েছে। আগামী ৩ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। যারা টিকে থাকবেন তারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন। উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুন।
×