স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ দীর্ঘ ১৪ বছর পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। গত ২৫ নবেম্বর বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কমিটির অনুমোদন দিয়েছেন। রবিবার রাতে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে এ খবরটি চাউর হয়।
এ বিষয়ে সদ্য ঘোষিত জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, শুনেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন। তবে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কোন চিঠি হাতে পাইনি। পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকসহ কয়েকটি পদ এখনও খালি রয়েছে বলে জানা গেছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জানান, ২০১৬ সালের ৯ অক্টোবর কেন্দ্র থেকে তাকে (আব্দুল হাই) জেলা আওয়ামী লীগের সভাপতি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীকে সহ-সভাপতি এবং আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে সাধারণ সম্পাদক করে তিন সদস্যের জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে গত মার্চ মাসে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পৃথকভাবে ৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়।
শীর্ষ সংবাদ: