ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মহাসড়কে ভারি যান চললে কঠোর ব্যবস্থা ॥ কাদের

প্রকাশিত: ০৬:৩৬, ৩১ আগস্ট ২০১৭

মহাসড়কে ভারি যান চললে কঠোর ব্যবস্থা ॥ কাদের

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের স্বস্তিদায়ক চলাচলকে বিঘিœত করে অস্বস্তি সৃষ্টি করা হলে তা কোনভাবেই মেনে নেয়া যাবে না। জনগণের স্বস্তিকে ঝুঁকির মুখে ফেলে আমরা কাউকে রাস্তায় চলতে দিতে পারি না। তাই সিদ্ধান্ত নেয়া হয়েছে কোনভাবেই ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে কোন অবস্থাতেই ভারি যানবাহন অর্থাৎ ট্রাক, কাভার্ডভ্যান, লরি বা অতিরিক্ত মালবাহী পরিবহন চলাচল করতে পারবে না। এ ধরনের যানবাহন মহাসড়কে চলাচল করলে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে কোন ছাড় দেয়া হবে না। সেতু মন্ত্রী বুধবার বিকেলে ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে যানজট পরিস্থিতি পরির্শনে এসে সাংবাদিক সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এসময় মন্ত্রী অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে টাইগার টিমকে অভিনন্দন জানিয়ে বলেন, টাইগারদের বিজয় ঈদের আগে আরও একটি আনন্দের সৃষ্টি হয়েছে।
×