ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

খুলনা বিভাগে লাগাতার পরিবহন ধর্মঘট

প্রকাশিত: ০৫:৫৪, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

খুলনা বিভাগে লাগাতার পরিবহন ধর্মঘট

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ৩৪টি বেসিক ইউনিয়নের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে খুলনা বিভাগে অনির্দিষ্টকালের জন্যে সকল প্রকার পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু এই ধর্মঘটের ডাক দেন। তিনি বলেন, রবিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য খুলনা বিভাগের ১০ জেলায় এ ধর্মঘট পালিত হবে। মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিশুক মুনীর ও চলচ্চিত্রকার তারেক মাসুদ নিহত হওয়ার ঘটনায় সম্প্রতি বাসচালক জামির হোসেনকে আদালত যাবজ্জীবন কারাদ- দেন। এ ঘটনায় করণীয় নির্ধারণে শনিবার সংগঠনের যশোরের চাঁচড়া এলাকায় আঞ্চলিক কমিটির অফিসে (শ্রমিক ভবন) জরুরী সভা হয়। সভায় আঞ্চলিক কমিটির সভাপতি আজিজুল আলম মিন্টুর সভাপতিত্বে শ্রমিক নেতারা বক্তব্য দেন। ওই সময় বেসিক ইউনিয়নের নেতাকর্মীরা বক্তৃতাকালে জানান, বাসচালক (চুয়াডাঙ্গা ডিলাক্স) জামির হোসেনের মামলা ৩০৪/খ ধারায় মামলা হওয়ার কথা। কিন্তু তা না করে বিচার হয়েছে ৩০৪/ক ধারায়। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ার পরও বিচারক ‘বিশেষ মহলের’ চাপে তাকে শাস্তি দিয়েছেন। তারা জানান, শ্রমিকরা যাবজ্জীবন কারাদ-ের রায় মাথায় নিয়ে গাড়ি চালাবে না। ওই সময় শ্রমিকরা আন্দোলনের কঠোর কর্মসূচীর দাবি জানাতে থাকেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা সবার চেয়ার ছুঁড়তে থাকেন। মঞ্চে থাকা নেতারা সভাস্থল ছেড়ে যেতে বাধ্য হন। ২০ মিনিট পরে নেতারা ফের সভাস্থলে এসে শ্রমিকদের শান্ত করেন এবং অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কর্মসূচী ঘোষণা করেন। দেশ এখন উন্নয়নের মহাসড়কে ॥ খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৫ ফেব্রুয়ারি ॥ খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্যের কোন ঘাটতি নেই। দেশে খাদ্য নিশ্চয়তা দিতে প্রধানমন্ত্রী সম্পূর্ণ সক্ষম হয়েছেন। বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখা ভুলে গিয়েছিলাম। প্রধানমন্ত্রী আজ আমাদের স্বপ্ন দেখাচ্ছেন। তিনি আমাদের সঠিক জায়গায় নিয়ে এসেছেন। আজ আমরা প্রত্যেকটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। শনিবার বেলা ১১টায় কেরানীগঞ্জের শাক্তা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণিজ সেবা সপ্তাহ-২০১৭ প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. আইনুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কাজী ওয়াশি উদ্দিন, কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন আহমেদ, প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক ও সম্প্রসারণ এইচবিএম গোলাম মাহমুদ ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ বেলাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোঃ আতাউর হোসেন প্রমুখ।
×