ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ফিলিপিন্সে নতুন রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম

প্রকাশিত: ০১:৫৪, ৪ সেপ্টেম্বর ২০১৬

ফিলিপিন্সে নতুন রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম

কূটনৈতিক রিপোর্টার ॥ ফিলিপিন্সে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন আসাদ আলম সিয়াম। তিনি মেজর জেনারেল জন গমেজের স্থলাভিষিক্ত হচ্ছেন। আসাদ আলম সিয়াম একজন পেশাদার কূটনৈতিক ব্যক্তিত্ব। তিনি চাকরি জীবন শুরু করেন ১৯৯৫ সালে। বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান হিসেবে দায়িত্বরত আছেন। তিনি ইতালির মিলান, যুক্তরাজ্যের ম্যানচেস্টার, ব্যাংককসহ বিভিন্ন মিশনে কাজ করেছেন। বুয়েট থেকে স্নাতক পাসের পর নেদারল্যান্ডস থেকে এমবিএ করেছেন আসাদ আলম।
×